← বিনোদন বিভাগে ফিরে যান
Dunki-তে দেখানো সেট কি কাল্পনিক নাকি সত্যিই আছে সেই গ্রাম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: DUNKI সিনেমার গান LuttPuttGaya-তে দেখা গেছে শাহরুখ খানকে প্লেনের উপর নাচতে। অন্য একটি দৃশ্যে ছাদে ফুটবলের আদলে জলের ট্যাঙ্ক দেখা গেছে। আপনারা কী ভাবছেন এইগুলো কাল্পনিক ও সিনেমার দৃশ্য?
পঞ্জাবের একটি গ্রাম হল উপ্পল ভুপা। সেই গ্রামে গেলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন। প্রত্যেকের বাড়ির ছাদে বিভিন্ন ধরণের জলের ট্যাঙ্ক আছে। কারও বাড়িতে জলের ট্যাঙ্কের আকার এরোপ্লেন, ফুটবল, যুদ্ধের ট্যাঙ্ক ,ট্রাক, গরুর গাড়ি, জাহাজ, ফুটবল ইত্যাদি। শোনা যায় এক NRI এই ডিজাইন প্রথমে বাড়িতে ব্যবহার করেন। তারপর ধীরে ধীরে সেই গ্রাম ও আশেপাশের গ্রামগুলি এরকম জলের ট্যাঙ্ক তৈরি করা শুরু করেন।
কি অবাক লাগছে শুনতে? বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন দেখে নেওয়া যাক সেইসব বিভিন্ন জলের ট্যাঙ্কের ছবি।