দেশ বিভাগে ফিরে যান

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার খোদ ইডি আধিকারিক

December 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজস্থানের পর এ বার তামিলনাড়ু। ২০ লাখ টাকা ঘুষের দাবি ও ঘুষ নেওয়ার অভিযোগে এক ইডি কর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। ওই ধৃত ইডি আধিকারিকের নাম অঙ্কিত তিওয়ারি।

শুক্রবার মাদুরাইয়ে গ্রেপ্তার হন ওই ইডি আধিকারিক। এর আগে ওই আধিকারিক গুজরাত এবং মধ্যপ্রদেশে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক ব্যক্তির কাছে ২০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। সেই টাকা নিয়েওছিলেন। তামিলনাড়ু পুলিশের হাতে ইডি আধিকারিকের এই গ্রেপ্তারি ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, সম্প্রতি ওই কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন ‘দুর্নীতি’র অভিযোগে তামিলনাড়ুর একাধিক মন্ত্রী এবং আমলাদের বিরুদ্ধে তদন্ত করছে।

দেশের বড় বড় আর্থিক দুর্নীতির তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডির বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেই বলছেন এতো সর্ষের মধ্যেই ভূত!

TwitterFacebookWhatsAppEmailShare

#Tamil Nadu police, #ED official, #bribery case

আরো দেখুন