← রাজ্য বিভাগে ফিরে যান
কুয়াশায় ঢাকা রবিবার সকালের আকাশ, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। এর প্রভাব মূলত দক্ষিণ ভারতে পড়বে। পশ্চিমবঙ্গের এর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না। তবে মঙ্গল ও বুধবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের প্রভাব যতদিন আছে, ততদিন পারদ পতনের সম্ভাবনা নেই।