দেশ বিভাগে ফিরে যান

হিন্দি বলয়ে গেরুয়া ঝড়, দক্ষিণ ফের ফেরালো BJP-কে

December 3, 2023 | < 1 min read

হিন্দি বলয়ে গেরুয়া ঝড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর উঠল গেরুয়া ঝড়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে সাফল্য পেল বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তিন রাজ্যেই সংখ্যারিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। এই নিয়ে টানা পাঁচবার মধ্যপ্রদেশে সরকার গড়বে বিজেপির। রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে সরিয়ে ফের ক্ষমতা দখল করল তারা। তবে দক্ষিণ দোরে কোনও হেলদোল নেই। তেলেঙ্গানায় সরকার গড়ার পথে কংগ্রেস।

মধ্যপ্রদেশ: বিজেপি প্রত্যাবর্তন করল মধ্যপ্রদেশে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতিশ্রুতির বন্যা সাফল্য এনে দিল। মোদী যে রেউড়ি সংস্কৃতির বিরোধিতা করতেন, তাতেই ফুটল পদ্ম।

মোট আসন ২৩০ (সংখ্যাগরিষ্ঠতা ১১৬)
বিজেপি-১৬২
কংগ্রেস- ৬৬
বিএসপি- ১
অন্যান্য- ১

রাজস্থান: গেহলট গড় বাঁচাতে পারলেন না। পাঁচ বছর পরপর ক্ষমতা বদলের ট্রেন্ড বজায় রইল। কংগ্রেসের কোন্দলকে কাঠগড়ায় তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মোট আসন ২০০ (সংখ্যাগরিষ্ঠতা ১০১)
বিজেপি- ১১০
কংগ্রেস- ৭৪
বিএসপি- ২
অন্যান্য- ১৩

ছত্তিশগড়: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, ফের ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। তেমনই ছিল সকালের ট্রেন্ড। কিন্তু বেলা বাড়তেই বাঘেলের দলের হার নিশ্চিত হয়ে পড়ে। কংগ্রেসকে হঠিয়ে ছত্তিশগড়ের গদি এখন বিজেপির দখলে।

মোট আসন ৯০ (সংখ্যাগরিষ্ঠতা ৪৬)
বিজেপি- ৫৫
কংগ্রেস- ৩২
বিএসপি- ১
অন্যান্য- ২

তেলঙ্গানা: দক্ষিণ ফের বিজেপিকে শূন্য হাতে ফেরালো। বুথ ফেরত সমীক্ষার প্রবনতা দেখা গেল ভোট বাক্স খুলতেই। কেসিআরের পতন ঘটল।
তেলঙ্গানায় সরকার গড়তে চলেছে কংগ্রেস।

মোট আসন ১১৯ (সংখ্যাগরিষ্ঠতা ৬০)
কংগ্রেস- ৬৪
বিআরএস- ৪০
বিজেপি- ৮
এআইএমআইএম- ৬
অন্যান্য- ১

(এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফলাফল)

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #bjp, #elections, #North India, #South

আরো দেখুন