চার রাজ্যের জনাদেশ নিয়ে শঙ্কিত BJP? আজই চব্বিশের সেমিফাইনাল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, রবিবার প্রকাশ্যে আসবে চার রাজ্যের নির্বাচনের ফলাফল। যা ঘিরে শঙ্কিত বিজেপি শিবির। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা; চার রাজ্যের বুথফেরত সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছে, তাতে চারটি রাজ্যেই ব্যাকফুটে মোদী। রাজনৈতিক বিশ্লেষকরা এই জনাদেশকে চব্বিশের সেমিফাইনাল হিসেবে দেখেছেন। কারণ, আজকের ফলাফলের অভিঘাত পড়তে চলেছে লোকসভা ভোটের উপর।
রাজ্যে রাজ্যে বিরোধী সরকার তৈরি হলেই, মোদীর একচ্ছত্র শাসনের স্বপ্ন ও সম্ভাবনা দুই-ই শেষ হবে। আজ, রবিবার চার রাজ্যের ফলপ্রকাশের আগেই বিজেপির অন্দরে শঙ্কার মেঘ জমেছে। যদি চারটি রাজ্যই বিজেপির হাতছাড়া হয়, তবে বিজেপির সরকার মাত্র ৮টি রাজ্য থাকবে। চব্বিশের আগে যা হবে চরম উদ্বেগের। কারণ, আজকের ফলাফলে হার মানেই ধাক্কা খাবে ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’ ইমেজ।
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থানে মোদী মাটি কামড়ে পড়ে থেকে বিধানসভা ভোটের প্রচার করেছেন। তাই হার মানে মোদী ম্যাজিক ভ্যানিশ। লোকসভা ভোটের কয়েকমাস আগে যা বিজেপির কাছে অত্যন্ত চিন্তার হবে। বিজেপি এই পরিস্থিতি রুখতে যে মরিয়া চেষ্টা চালাবে, তা নিয়ে রাজনৈতিক মহলের দ্বিমত নেই। যদি কোনও রাজ্য ত্রিশঙ্কু হয় বা নামমাত্র ব্যবধান থাকে, তবেই শুরু হবে বিধায়ক কেনাবেচার খেলা। অপারেশন লোটাসে বিজেপি সিদ্ধহস্ত। শোনা যাচ্ছে, সরকার গড়তে বিধায়ক প্রতি ১০০ কোটি টাকাও দর দিতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজাররাও তৈরি হয়ে গিয়েছেন। পাল্টা অপারেশনের নেতৃত্বে রয়েছেন খোদ কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
ঘুরপথে বিজেপির কর্ণাটক দখলের ছক একটাই ভেস্তে দিয়েছেন শিবকুমার। সিদ্ধারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকার গড়েছেন। কিন্তু কংগ্রেসকে ভাঙতে দেননি। কিন্তু চার রাজ্যেই যদি বিজেপি সাফল্য পায়, সেক্ষেত্রে কংগ্রেস-সহ, ইন্ডিয়া জোট ধাক্কা খাবে। যদি কংগ্রেস সাফল্য পায় তাহলে লোকসভা ভোটে প্রভাব পড়বে।