‘কনফার্মড’ টিকিট বাতিল করলেই দ্বিগুণ ‘ক্যালসেলেশন ফি’? নয়া নিয়মগুলো জানেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিসেম্বর থেকে গোটা দেশে চালু হয়েছে নয়া নিয়ম, এবার থেকে ট্রেনের ‘কনফার্মড’ টিকিট বাতিল করলেই গুনতে হবে দ্বিগুণ ‘ক্যালসেলেশন ফি’। কার্যত রেলযাত্রীদের উপর ঘুরপথে বোঝা চাপাল মোদী সরকার। এতদিন টিকিট বাতিল করলে ‘ক্যালসেলেশন ফি’ দিতে হত। এখন থেকে বাড়তি চাপছে জিএসটিও। বর্ধিত ফি’র সঙ্গে ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে।
টিকিট বাতিলের সময়সীমার ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা বা তারও আগে টিকিট বাতিল করলে, এ যাবৎ নির্দিষ্ট হারে ‘ক্যানসেলেশন ফি’ কেটে নেওয়া হত। নয়া ব্যবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যেই সময়সীমা টেনে দেওয়া হচ্ছে। ট্রেন ছাড়ার দু’দিনের মধ্যেই টিকিট বাতিল করতে পারবেন যাত্রীরা। আগে ট্রেন যাত্রার ৪৮ ঘণ্টা বা তার আগে এসি ফার্স্ট ক্লাস বা এগজিকিউটিভ ক্লাসের টিকিট বাতিল করলে ১২০ টাকা কাটা হত। এখন ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে যাত্রীদের থেকে দ্বিগুণ অর্থাৎ ২৪০ টাকা কেটে নেওয়া হবে। জিএসটি বাবদ অতিরিক্ত ১২ টাকা কাটা যাবে। যাত্রা শুরুর ৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে টিকিট মূল্যের ২৫ শতাংশ কেটে নেওয়া হত। বর্তমানে ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ২৫% হারে ক্যানসেলেশন ফি দিতে হবে। যাত্রা শুরুর ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে অর্ধেক কেটে নিত রেল। এখন নয়া নিয়মে ৬ ঘণ্টার বদলে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ক্যানসেলেশন ফি বাবদ অর্ধেক টাকা কাটা হবে। পাশাপাশি জিএসটিও যুক্ত করা হবে।