কলকাতা বিভাগে ফিরে যান

আসছে বইয়ের উৎসব! বাড়ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়তন?

December 4, 2023 | < 1 min read

আসছে বইয়ের উৎসব!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শীত পড়তেই শুরু হয়ে গিয়েছে নানাবিধ মেলা। আসতে চলেছে বাঙালির বই পার্বন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। লক্ষ লক্ষ বইপ্রেমী প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আসেন। প্রিয় লেখকের সৃষ্টি সংগ্রহ করেন। প্রতি বছরই নতুন নতুন প্রকাশনা সংস্থা জন্ম নিচ্ছে। বইপ্রেমীদের ভিড় বাড়ছে, কিন্তু জায়গা সীমিত! তাই মেলাকে আরও বড় করতে অতিরিক্ত জমি চেয়ে আবেদন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মেলার মাঠ লাগোয়া জমি চিহ্নিতও হয়েছে। শীঘ্রই জমির জন্য আবেদন করতে চলেছে গিল্ড।

৪৫ বছর পর পাকাপাকি ঠিকানা পেয়েছে কলকাতা বইমেলা। বইমেলার ৪৬তম বর্ষ অর্থাৎ ২০২৩ থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কের নামকরণ হয়েছে বইমেলা প্রাঙ্গণ। ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গিল্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালের বইমেলায় ৬৫০টি স্টল বসেছিল। ২২ লক্ষ বইপ্রেমী এসেছিলেন মেলায়। ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। পরের বছর ৪৬তম বইমেলার জন্য নতুন বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা আবেদন করে। প্রায় ৯০০টি স্টল হয়। সীমিত জায়গায় এত স্টল বসাতে গিয়ে ১০০ বর্গফুট করে দোকান দিতে হয়। তাতেও কাজ হয়নি, ৫০ বর্গফুটের ৭০টি স্টল দিতে হয়েছিল। মেলায় ২৬ লক্ষ বইপ্রেমী এসেছিলেন। বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার বই। স্টল, পাঠক এবং বই বিক্রি, প্রতি বছরই বাড়ছে। গিল্ডের দাবি, এবার কমপক্ষে ১০ শতাংশ স্টল বাড়াতেই হবে। সেক্ষেত্রে স্টলের মোট সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। এবারে বইমেলার মধ্যে পাঁচ-ছ’দিন সরকারি ছুটি থাকছে। গিল্ডের আশা, ভিড়ের সব রেকর্ড ভেঙে যেতে পারে এবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Book Fair, #Kolkata International Book fair, #book stalls

আরো দেখুন