বিনোদন বিভাগে ফিরে যান

শহরে শুরু হচ্ছে সিনেমার উৎসব, KIFF-র উদ্বোধনে থালি গার্লের দায়িত্বে কৌশানী

December 4, 2023 | < 1 min read

KIFF-র উদ্বোধনে থালি গার্লের দায়িত্বে কৌশানী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রতীক্ষার মাত্র একদিন, মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবারে থালি গার্ল হচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জুন মালিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল কে হবেন তা নিয়ে প্রতিবারই জল্পনা থাকে। KIFF-র ২৮তম সংস্করণে থালি গার্ল হয়েছিলেন রুক্মিণী মৈত্র। ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে এই দায়িত্ব সামলেছেন। এ বছর কৌশানীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতি বছরের মতোই এ বছরও উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যের চাঁদের হাট বসতে চলেছে।
সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সলমনকে নিয়ে শহরবাসীর মধ্যে উত্তেজনা তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কী বার্তা দেন, তার জন্য মুখিয়ে সকলে। উত্তম-তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ ছবির মাধ্যমে উৎসব শুরু হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে চমক। রবীন্দ্রসদনে উৎসবের শেষ দিন, ১২ ডিসেম্বর বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দারি হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cinema, #KIFF, #koushani mukherjee, #Kolkata International Film festival, #kiff 2023

আরো দেখুন