দেশ বিভাগে ফিরে যান

মিজোরামে গেরুয়া জোটের হার! মণিপুরের অভিঘাত?

December 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর-পূর্বে ফুটল না পদ্ম। বিজেপির জোট সঙ্গী মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে হঠিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছিল তাই-ই সত্যি হল। ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর-পূর্বের মিজোরামেও পালাবদল হল৷

মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগাও হারের মুখ দেখলেন৷ জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন তিনি৷ পাঁচ বছর আগে ২৬টি আসনে জয়ী হয়ে এমএনএফ সরকার গড়েছিল৷ ৪০ আসনের মিজোরাম বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন৷ এবার ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে জেডপিএম, কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে তারা সরকারে আসছেন৷ অন্যদিকে এমএনএফ এগিয়ে রয়েছে দশটি আসনে৷

মিজোরামে ২০১৮ সালে ৫টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস৷ এবার একটি আসন এসেছে হাতের হাতে। অন্যদিকে উত্তর-পূর্বের রাজ্যটিতে তিনটি আসন জেতার দিকে এগোচ্ছে বিজেপি৷ মণিপুর হিংসার জেরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি ও এনডিএ জোট বেশ ব্যাকফুটে। মিজোরামের ফল সেই ইঙ্গিত বহন করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mizoram Assembly Election Results 2023, #bjp, #Mizoram, #Manipur Tense

আরো দেখুন