দেশ বিভাগে ফিরে যান

বিরাটের রেস্তোরাঁয় পোশাক ফরমান? ভারতীয় বেশে মিলল না প্রবেশের অনুমতি!

December 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের তারকা ব্যাটারের রেস্তোরাঁয় ভারতীয় পোশাকে ঢোকার অনুমতি নেই! বিরাট কোহলির রেস্তরাঁয় খেতে গিয়ে বাধা পেলেন এক যুবক। তাঁকে ঢুকতেই দেওয়া হল না। এ ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

তামিল যুবককে বাধা দেওয়া হল কেন? ভাইরাল ভিডিওতে তিনি নিজেই জানিয়েছেন তিনি ধুতি পরেছিলেন বলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।

জুহুতে কোহলির রেস্তোরাঁ রয়েছে, নাম ওয়ান এইট কমিউন। সেখানে ঢুকতে গিয়েই বাধা পান যুবক। এমনই অভিযোগ।তিনি ধুতি পরেছিলেন। রেস্তরাঁর কর্মীরা তাঁকে জানান, ওই পোশাকে তাঁকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা ধুতি এবং সাদা শার্ট পরে আছেন ওই যুবক। তামিলনাড়ুতে পুরুষদের সাধারণত এমন পোশাকে দেখা যায়। কোহলির মুম্বইয়ের রেস্তরাঁয় সেই পোশাক পরাতেই তাঁকে ঢুকতে দেওয়া হল না। নেটপাড়ায় অনেকেই রেস্তরাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অনেকেরই দাবি, সব রেস্তরাঁতেই পোশাকবিধি বা ড্রেস কোড থাকে। কর্মীদের সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়। কোহলির রেস্তরাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai, #Virat Kohli, #Tamil Nadu Man, #Restaurant

আরো দেখুন