দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আবার ট্রেন দুর্ঘটনা, মুর্শিদাবাদে ট্র্যাকে লরির সঙ্গে ধাক্কা রাধিকাপুর এক্সপ্রেসের

December 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার ভোররাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ১৩১৪৫ রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনটি বালি বোঝাই একটি লাইনের ওপরে উঠে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পরে লাইনচ্যুত হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আহত ১৫ জনের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তবে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানা গেছে, ঘটনাটি রাত ১:২৫ মিনিট নগদ ঘটে যখন একটি লরি মুর্শিদাবাদের ধুলিয়ানগঙ্গা এবং বল্লালপুরের মধ্যে একটি লেভেল ক্রসিং গেটে এসে ট্রেনের সামনে এসে পড়ে। ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন অবিলম্বে ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, ।

ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা ছেড়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের দিকে যাচ্ছিল।

আটকে পড়া যাত্রীদের রাধিকাপুরে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন বাতিল হয়েছে বা ঘুরিয়ে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#murshidabad, #Farakka, #Radhikapur Rail Accident, #Radhikapur Express Accident

আরো দেখুন