ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বঙ্গে কবে থেকে বৃষ্টির আশঙ্কা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কার্যত উধাও শীতের আমেজ। বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই গভীর নিম্নচাপ। এর প্রভাবে এখন থেকেই দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে। মৌসম ভবনের পুর্বাভাস, বাংলার উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।
বাংলার কোন কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে? দেখে নিন
পশ্চিমবঙ্গে ‘মিগজাউম’-এর খুব সামান্য প্রভাব পড়বে। আজ সোমবার কোথাও বৃষ্টি হবে না। বাড়বে রাতের তাপমাত্রা। মঙ্গলবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বৃষ্টি কিছুটা বাড়বে বুধবার এবং বৃহস্পতিবার। এই দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার উত্তরবঙ্গের দুটি জেলায় (দার্জিলিং এবং কালিম্পং) বৃষ্টি হবে।
আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির মতো হবে। যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি।