কলকাতা বিভাগে ফিরে যান

KIFF 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে কী বললেন ভাইজান?

December 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছিল যেন চাঁদের হাট। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে KIFF-এর শুভ উদ্বোধনে অরিজিৎ সিং-এর গাওয়া বাংলার থিম সং-এর সঙ্গে সলমন খানের তালে নাচতে দেখা যায় সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহাকে। আর এই মঞ্চে ভাইজান হাত ধরে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মহেশ ভাট, অনিল কাপুর, সোনাক্ষী সিনহাদের পাশে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বোলন করলেন সলমন থুরি ‘ভাইজান’। KIFF-এর মঞ্চে ওঠার আগে সলমনকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকতে।

আজকের অনুষ্ঠানের শো স্টপার সলমন বক্তব্য বলার জন্য উঠতেই গোটা স্টেডিয়াম জুড়ে তখন ভাইজানের নামের হর্ষধ্বনি শোনা গেল। করতালিতে ফেটে পড়ে গোটা নেতাজি ইন্ডোর। এই অনুষ্ঠানে টাইগার থ্রি-অভিনেতার মুখে বারে বারে শোনা গেল মমতা দিদির নাম ও তাঁর বাড়ির প্রসঙ্গ।

কী বললেন ভাইজান, দেখে নিন একনজরে

  • একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া…
  • ইউহি চিল্লাতে রহেঙ্গে আপলোক অউর মুঝে বোলনে কা মউকা নেহি দেনা (আপনারা এইভাবে চেঁচান আমাকে বলার সুযোগ দেবেন না)।
  • আমি যা যা বলব বলে ভেবেছিলাম তা আগেই অনিল জি, মহেশ জি, এমনকী সোনাক্ষী দেবীও বলে দিয়েছেন, তাই আমার কাছে বলার মতো কিছুই নেই।
  • এরপর স্বমহিমায় তিনি বাংলায় বলেন, ‘কেমন আছো, ব্যস।’
  • যখন দিদি আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যিই ওঁর বাড়িটা আমার বাড়ির থেকে ছোট কি না।
  • আমি সত্যিই দিদিকে হিংসা করি। ওঁর বাড়ি আসলেই আমার বাড়ির থেকে ছোট। এটা ভেবে ঈর্ষা হয় যে, এমন বড় মাপের একজন মানুষের বাড়ি আমার বাড়ির থেকেও ছোট।
TwitterFacebookWhatsAppEmailShare

#kiff 2023, #Salman Khan, #Kolkata International Film festival

আরো দেখুন