← দেশ বিভাগে ফিরে যান
সংসদের শীতকালীন অধিবেশন: এক নজরে দ্বিতীয়দিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হতে না হতেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরগরম হয়ে উঠেছিল লোকসভা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন আপ সাংসদরা। পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা।
- সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার জিরো আওয়ারে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। বাংলার প্রাপ্য বকেয়া নিয়েও দাবি জানান।
- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন।
- মঙ্গলবার সকালে রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গের চেম্বারে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা।
- কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর লোকসভায় জানিয়েছেন, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষি সংস্কারের চেষ্টায় উদ্যোগী সরকার। উৎপাদন খরচের চেয়ে ৫০% বেশি এমএসপি নির্ধারণ করা হয়েছে।
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় জানান, ব্যাঙ্কগুলি ঋণ খেলাপি টাকা উদ্ধার করছে। ঋণ খেলাপিদের কাছ থেকে ১৫,০০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ১৫,১৮৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।
- পি চিদাম্বরন মোদী সরকারের নীতির বিরুদ্ধে তোপ দাগেন। বেকারত্বের জন্য মোদী সরকারের নীতির সমালোচনা করেন। মুখেই অর্থনীতি শক্তিশালী হচ্ছে, বাস্তবের মাটিতে নয়। জনসংখ্যার ৪৬% মানুষ শ্রমিক। মোট জনসংখ্যার নিরিখে ৬৯% পুরুষ, মহিলা ২২% শ্রমিক রয়েছে। তার মধ্যে ৫০ শতাংশও কাজ করে না।