এবার DeepFake-র জালে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? দেখুন ভিডিও
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রশ্মিকা মান্দান্না, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, এবং কাজলের পর ডিপফেক প্রযুক্তির শিকার হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ‘বিনিয়োগ প্রকল্প’কে সমর্থন করছেন। কি বলছেন ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া? ‘সবাইকে হাই, আমি প্রিয়াঙ্কা চোপড়া। আমি অভিনয় করি, মডেল করি এবং গান করি এবং২০২৩ সালে, আমি ১০,০০০ লাখ উপার্জন করেছি। চলচ্চিত্র এবং সঙ্গীতে আমার গিগ ছাড়াও, আমি বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে অর্থ রাখি।’ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি তাঁর এক বন্ধুর কথা উল্লেখ করে বলছেন টেলিগ্রামে বন্ধুর পরামর্শে সাধারণ মানুষ সাপ্তাহিক ৩০০,০০০ টাকা উপার্জন করতে পারে।
আদপে এই জাল অডিওটি ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার ওরফে বিয়ার বাইসেপের ক্লিপ থেকে তৈরি করা হয়েছিল একটি জাল অনুমোদনের জন্য তার শব্দগুলি অদলবদল করে৷ দেখে নিন সেই আসল ভিডিওটি যেখান থেকে অডিওটি জাল করা হয়েছিল।
এই জাল অডিও নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।