ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ বিপর্যস্ত অন্ধ্রের উপকূল, কী প্রভাব বাংলায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অন্ধ্রপ্রদেশে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে থমকে গিয়েছে শীতের আমেজ। বাড়বে রাতের তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ শুক্রবার অর্থাৎ ৮ তারিখ পর্যন্ত থাকবে মেঘলা। আজ বুধবার এবং আগামী বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়তে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে। জারি করা হয়েছে সতর্কতাও।বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া এবং কলকাতায়।মৎসজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির মতো হবে। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। ৮ তারিখের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত অনুভূত হতে চলেছে।