খেলা বিভাগে ফিরে যান

অধরা বদলা, ওড়িশার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে ড্র বাগানের

December 6, 2023 | 2 min read

 নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশার কাছে ২-২ গোলে ড্র করল জুয়ান ফেরান্দোর দল। ঘরের মাঠে গত পাঁচ ম্যাচে মোহনবাগান অপরাজিত থাকলেও আজকের ম্যাচে ৯০ মিনিটের মাথায় ম্যাচের সমতা ফিরিয়ে সন্তুষ্ট হতে হল সবুজ-মেরুন ব্রিগেডের। এই ফলাফলে মোহনবাগানের পয়েন্ট হল ১৬। আইএসএলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল তারা। অপর দিকে ওড়িশা ১৪ পয়েন্ট পেয়ে উঠে এল চারে।  

শুরুতেই ধাক্কা সামলে উঠতে পারল না মোহনবাগান। ঘুরে দাঁড়ান দূরের কথা ম্যাচের প্রথমার্থে ২ গোল খেয়ে চাপে পড়ে গিয়েছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। খেলার ৩১ মিনিটের মাথায় ওড়িশা এফসির হয়ে পেনাল্টি থেকে গোল দিয়ে ওড়িশাকে এগিয়ে দিলেন আহমেদ। ৪৫+৩ মিনিটে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল দেন আহমেদ। ফলে প্রথমার্ধ শেষে  ম্যাচের ফলাফল হয় মোহনবাগান ০-২ ওড়িশা। 

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত টিম গোল দিল মোহনবাগান সুপার জায়ান্ট। কর্নার লাইনের মাথা থেকে কিয়ান নাসিরি বক্সের মধ্যে সাদিকুকে পাস বাড়ান। ব্যবধান কমিয়ে ৫৮ মিনিটের মাথায় বাগানের হয়ে ওড়িশার জালে বল জড়ান আর্মান্দো সাদিকু। ম্যাচের ফলাফল হয়  মোহনবাগান ১-২ ওড়িশা। ৯০ মিঃ আগুনে সেভ করে মোহনবাগানকে বাঁচিয়ে দেয় বিশাল কাইথ।। ৯০+৪ মিনিটের মাথায় দুর্দান্ত কামব্যাক করল মোহন বাগান। বাগানের হয়ে ফের আর্মান্দো সাদিকু গোল করে ম্যাচের সমতা ফেরান।

মোহনবাগান সুপার জায়ান্টের বল পজেশন ছিল ৫৩ শতাংশ। ওড়িশা এফসির বল পজেশন ছিল ৪৭ শতাংশ। চার খেলোয়াড়ের চোট, নিশ্চিত থেকে বঞ্চিত, ফাউলকে গোল বানিয়ে দিলেন রেফারি-সেইসব প্রতিকূলতা সামলেও ওড়িশা এফসির বিরুদ্ধে হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখলেন মোহনবাগান কোচ ফেরান্দো।

এর আগে এফসি কাপে ঘরের মাঠে ওড়িশার কাছে ২-৫ গোলে লজ্জাজনকভাবে হেরে ছিল বাগান। যাইহোক এই ম্যাচ ড্র হওয়ায় শেষ পর্যন্ত চেষ্টা করেও  বদলা নিতে ব্যর্থ হল ফেরান্দোর ছেলেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #mbsg, #MBSG vs OFC, #OFC, #Mohun Bagan vs Odisha FC

আরো দেখুন