সমাজ মাধ্যমে ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে চীন? চাঞ্চল্যকর অভিযোগ মেটা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমাজ মাধ্যমে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে চীন? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খোলা হয়েছিল অজস্র অ্যাকাউন্ট। সেগুলো থেকেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। উকিল, সাংবাদিক, সমাজকর্মী ইত্যাদি পরিচয় দিয়ে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। বিখ্যাত ব্যক্তিদের নামেও ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ উঠছে। ব্যবহারকারীরা প্রত্যেকেই ভারতীয় পরিচয় দিয়ে অ্যাকাউন্টগুলি ব্যবহার করতেন। ইংরেজি বা হিন্দিতেই ছিল অধিকাংশ পোস্ট। চীনা ভাষাতেও ভুয়ো খবর ছড়ানো হয়েছিল।
এহেন কাজের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি খারাপ করা। কোয়ার্টারলি থ্রেট রিপোর্টে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে মেটা জানিয়েছে, চলতি বছরের প্রথম থেকেই ভারত বিরোধী প্রচারের রমরমা আরম্ভ হয়েছে। ফেসবুককেই বেশি ব্যবহার করা হচ্ছে।