দেশ বিভাগে ফিরে যান

এক বছরে দেশে গতির বলি কত? কী বলছে NCRB?

December 6, 2023 | < 1 min read

এক বছরে দেশে গতির বলি কত? কী বলছে NCRB?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে পথ দুর্ঘটনা, গতির বলি হচ্ছেন পথচারীরা। সেলেব থেকে বড় লোকের বকে যাওয়া ছেলে, মত্ত অবস্থায় বেপরোয়া ও বেলাগাম ড্রাইভিংয়ের শিকার হন আম জনতা। ‘ডেনজারাস ড্রাইভিং’-র জেরে দেশের বড় শহরগুলিতে গত কয়েক বছরে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) একটি রিপোর্ট প্রকাশ করেছে, দেশে এক বছরে গতির বলি হয়েছেন লক্ষাধিক মানুষ। বেপরোয়া গাড়ি চালানোর শিকার হয়েছে প্রায় ৪৫ হাজার।

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশে পথ দুর্ঘটনার কারণে ১ লক্ষ ৭১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ৮৫ শতাংশই গতি ও বেলাগাম গাড়ি চালানোর বলি। মদ, নেশাদ্রব্য খেয়ে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনায় ২৯৬১ জন মারা গিয়েছেন। খারাপ আবহাওয়া ও রাস্তায় জীবজন্তু চলাফেরার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় যথাক্রমে ৫১৯ ও ১৯৩৬ জন মারা গিয়েছেন। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশজুড়ে সর্বাধিক পথদুর্ঘটনা ঘটছে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে। কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে মতো মেট্রো শহরে, বেশিরভাগ পথদুর্ঘটনা ঘটেছে রাত ৯টা থেকে ১২টার মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

#NCRB Report, #Road Accidents, #Accidents, #ncrb

আরো দেখুন