বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে রাজ্যের ‘সুবিধা’ পোর্টালে কতটা কমবে রাজস্ব?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের ট্রাক চলাচল ব্যবস্থা হতে চলেছে অরও সাশ্রয়ী এবং স্বচ্ছ। দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়ে ভারত-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কাজে রাজ্য সরকারের ‘সুবিধা’ পোর্টাল সিস্টেমে আরও কমতে পারে ধার্য করা রাজস্ব । সূত্রের খবর, এই রাজস্ব কমে অর্ধেকও হতে পারে। খবর মিলেছে, দু-একদিনের মধ্যে এ বিষয়ে সরকারি নির্দেশিকাও জারি করা হবে। কলকাতায় ব্যবসায়ীদের সঙ্গে সুবিধা পোর্টালের আধিকারিকদের বৈঠকের পর এমনটাই ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত বাসিন্দারা।
মঙ্গলবার সুবিধা পোর্টাল সংক্রান্ত আলোচনায় কলকাতায় প্রশাসনের বৈঠকে ছিলেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন রাজস্ব কমানোর দাবির বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। এনিয়ে যথেষ্ট আশাবাদী অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠক ফলপ্রসূ হলে স্বাভাবিকভাবে চলবে বৈদেশিক বাণিজ্যের কাজও। এতদিনের বৈঠকে চ্যাংরাবান্ধা অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ি সীমান্তের ব্যবসায়ী, ট্রাক মালিক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদসস্যরাও।
মঙ্গলবার কলকাতায় চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি সীমান্তের ব্যবসায়ী, ট্রাক মালিক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের দসস্যরা সুবিধা পোর্টালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুকেশ জৈনের উপস্থিতিতে বৈঠক করেন।
প্রসঙ্গত, এর আগে স্থানীয় মানুষজনের একাংশের তৈরি নিয়মে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত বাংলাদেশে পণ্যবোঝাই ট্রাক পাঠানো হত। এবার ‘সুবিধা’ পোর্টালের রাজস্ব কমানোর উদ্যোগে খুশি ট্রাক মালিকসহ, ব্যবসায়ীদের একাংশ।