কলকাতা বিভাগে ফিরে যান

শহরে ‘ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নমকিন কনভেনশন’! জানেন কবে, কোথায়?

December 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শহরে আয়োজিত হচ্ছে ‘ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নমকিন কনভেনশন’। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনভেনশন শুরু হবে ১৭ ডিসেম্বর এবং পরবর্তী তিনদিন তা চলবে। মিষ্টি ও নোনতা খাবারে ব্যবসার বর্তমান পরিস্থিতি ও সমস্যাগুলি উঠে আসবে এই কনভেনশনে।

জানা গিয়েছে, ব্যবসা সংক্রান্ত আলোচনা হবে। খাবারে জিএসটি বসানো থেকে আরম্ভ করে শ্রমিক সমস্যার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে প্রায় ৩০০ সংস্থা নিজেদের কথা তুলে ধরবে কনভেনশনে। খাদ্য শিল্পের সঙ্গে যুক্ত প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা উপস্থিত হবেন তিন দিনের কনভেনশনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biswa Bangla Mela Prangan, #World Mithai and Naumkin Convention, #WMNC

আরো দেখুন