← রাজ্য বিভাগে ফিরে যান
পাহাড়-সমতলের গাঁটছড়া, দেখুন দীক্ষা-আবেশের বিয়ের কিছু ছবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার কেপিসি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়া চলাকালীন প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। এবার সাতপাকে বাঁধা পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ। গতকাল সম্পন্ন হল কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ের পর্ব।
নেপালি রীতি মেনে বাগদান পর্ব সারা হল কার্শিয়াং কমিউনিটি হলে।
দীক্ষা ছেত্রীকে দেখা গিয়েছিল গায়ে সোনার গয়না, লাল টুকটুকে বেনারসি, ওড়না পরিহিত সাজে। নেপালি রীতি মেনে সবুজ ঘাসের মালা পরেছিলেন দীক্ষা। আবেশকে পরেছিলেন গোর্খাদের ঐতিহ্যবাহী পোশাকে, সঙ্গে খুকরি।
নেপালি রীতি মেনে বাগদান-বিবাহ অনুষ্ঠানে অতিথিদের সকলের পোশাকেই ছিল ঐতিহ্যের ছোঁয়া। সেই নেপালী পোশাকে আবেশের বাবা সোনার হার দিয়ে ‘বউমা’কে আশীর্বাদ করলেন।
জানা গিয়েছে, ১০ তারিখ কলকাতায় হবে বধূবরণ অনুষ্ঠান।