রাজ্য বিভাগে ফিরে যান

সময়ের আগে সান্দাকফুতে তুষারপাত, খুশিতে মশগুল পর্যটকরা

December 8, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মরশুমের প্রথম তুষারপাত দেখা গেল দার্জিলিংয়ের সান্দাকফুতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিঙ পাহাড়ে শীত পড়েছে। আর শীত জাঁকিয়ে পড়তেই মরশুমের প্রথম তুষারপাতে বরফে মুখ ঢাকলো সান্দাকফুর। বৃহস্পতিবার তুষারের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। একলাফে তাপমাত্রা নেমে আসে প্রায় হিমাঙ্কের নীচে। তাপমাত্রার পারদ নামতেই শুরু হয় তুষারপাত।

ঘূর্ণাবর্তের জেরে সমতলে যখন অকাল বর্ষণ চলছে ঠিক তখনই উত্তরবঙ্গের পাহাড়ে পর্যটকদের মনে খুশি জোয়ার। তাপমাত্রা নামতেই তুষারপাত দেখল পর্যটকরা। আর চুটিয়ে তুষারপাত উপভোগ করছেন পর্যটকরা। ডিসেম্বর মাসের শুরুতেই যে এমন হবে তা কেউ ভাবতে পারেননি। বড়দিনের প্রায় আড়াই সপ্তাহ আগে এমন ঘটনা ঘটায় খুশিতে মশগুল পর্যটকরা।

পাহাড়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে শীতের প্রভাব পড়েছে সমতলের শিলিগুড়ি শহরে। বৃহস্পতিবার সকাল থেকেই সমতলের শিলিগুড়ি শহরেও ঠান্ডার আমেজ ছিলো। সুর্যের দেখা মেলেনি। সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি হয়েছে শহরে। চলতি বছরে নভেম্বর মাসে সমতলের শিলিগুড়ি সহ দার্জিলিঙ পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছিলো। রোদ ঝলমলে আবহাওয়াতে পাহাড়ে বেড়াতে এসে ঘুমন্ত বুদ্ধের দর্শন পেয়ে বেজায় খুশি হয়েছিলেন পর্যটকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Winter, #Sandakphu, #Darjeeling

আরো দেখুন