দেশ বিভাগে ফিরে যান

সংসদে দাঁড়িয়ে সিবিআই তদন্তের ঘোষণার অধিকার মন্ত্রীর আছে? ধর্মেন্দ্র প্রধানকে নিশানা তৃণমূলের

December 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সোমবার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, বাংলায় মিড ডে মিলে প্রায় চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এরপরই তিনি বলেন, ‘‘পিএম পোষণ যোজনা, মিড ডে মিলে ওঁরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সত্য সামনে আসবে। ওঁদের মন্ত্রীরা জেলে আছেন। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন।’’

ধর্মেন্দ্র প্রধানের এই বক্তব্য নিয়েই চেপে ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সিবিআই তদন্ত হবে কি না, তা সংসদে ঘোষণার করার অধিকার কি আদৌ মন্ত্রীর আছে? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার লোকসভায় সরব হন তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ধর্মেন্দ্র প্রধানকে বলেন, আপনার কি অধিকার আছে ঘোষণা করার? এটা তো প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। তাছাড়া বাংলাকে স্রেফ বদনাম করার জন্য‌ই কি এভাবে সিবিআই হুমকি দেবেন? এভাবে মোটেই সংসদে দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা ঘোষণা করা যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #trinamool, #tmc, #Dharmendra Pradhan, #Trinamool Congress

আরো দেখুন