মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীন চা বাগান নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। বৃহস্পতিবার তাঁকে মকাইবাড়ি চা–বাগানে দেখা গেল চা-শ্রমিকের পোশাক পড়ে চা-পাতা তুলতে। চা–পাতা তুলতে তুলতেই কথাও বললেন চা-শ্রমিকদের সঙ্গে। তাদর অভাব-অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী।
এরপরই চা বাগান নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। জাতীয় সড়ক, রাজ্য সড়ক, বিমানবন্দর, ইন্টিগ্রেটেড চেক পোস্ট অথবা বর্ডার আউট পোস্ট গড়তে চা গাছ নষ্ট হলে তার জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়াল রাজ্য সরকার। টি বোর্ড, বনদপ্তর এবং অর্থদপ্তরের পদস্থ কর্তাদের আলোচনার ভিত্তিতে এই বর্ধিত হার নির্ধারিত হয়েছে।
জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সমতল এলাকায় চালু চা বাগানের গাছ নষ্ট হলে ৩৩১ টাকা প্রতি বুশ এবং পাহাড়ি এলাকায় ৩৫৪ টাকা প্রতি বুশ হারে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। বাগানে থাকা কোনও শেড ট্রি বা অন্যান্য বড় গাছ নষ্ট হলে গাছ প্রতি ছ’হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।