AI-র সাহায্যে ছবিতে মহিলাদের নগ্ন করা হচ্ছে! চাঞ্চল্য গ্রাফিকের রিপোর্টে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডিপফেক নিয়েও তোলপাড় দুনিয়া, এবার সামনে এল আরও এক তথ্য। মার্কিন সংস্থা গ্রাফিকের রিপোর্ট বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিতে মহিলাদের নগ্ন করার অ্যাপ এবং ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রাফিকার তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় ২ কোটি ৪০ লক্ষ মানুষ এমন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করেছেন, যেগুলিতে মহিলাদের ছবি আপলোড করলে তাঁদের পোশাকহীন ছবি সামনে চলে আসে। উল্লেখ্য, গ্রাফিকা সমাজ মাধ্যম বিশ্লেষণকারী এক সংস্থা।
অশ্লীল পরিষেবা বিপণনের জন্যই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কগুলিকে ব্যবহার করা হচ্ছে। বছরের গোড়ার দিক থেকে, এক্স ও রেডইটের মতো প্ল্যাটফর্ম এমন ওয়েবসাইটগুলির বিজ্ঞাপন প্রায় ২,৪০০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞাপনে বলা হয় গ্রাহকেরা চাইলে যেকোনও ছবিকেই নগ্ন করতে পারেন তাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলিতে কোনও মহিলার ছবি আপলোড করলে তাঁদের ডিজিটালি নগ্ন করা হয়। মহিলাদের ছবিগুলি সমাজমাধ্যম থেকেই নেওয়া হচ্ছে। তাঁদের অজান্তেই ছবির অপব্যবহার করা হচ্ছে। স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যেও এই অ্যাপগুলির জনপ্রিয়তা বাড়ছে।
গুগল এহেন অ্যাপ বা ওয়েবসাইটের বিজ্ঞাপন বা প্রচার বন্ধ করেছে। যদিও এক্স ও রেডইটে এই ওয়েবসাইটগুলির দেদার বিজ্ঞাপন চলছে। এই ওয়েবসাইট ও অ্যাপগুলি মহিলাদের নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। মহিলার অজান্তেই তাঁদের ছবি ব্যবহার করা হচ্ছে। মুখ ব্যবহার করে ডিপফেক ছবি বা ভিডিও বানানো হচ্ছে, অনেকেই এহেন কাজের বিরুদ্ধে জোরালো আইন আনার জন্য দাবি তুলছেন। টিকটক, মেটার মতো প্ল্যাটফর্মগুলি এই ধরনের অ্যাপের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কিওয়ার্ডগুলিকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের কিছু সার্চ করলে, ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।