খেলা বিভাগে ফিরে যান

খলনায়ক বৃষ্টি, ডারবানে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ

December 10, 2023 | < 1 min read

ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ, ছবি সৌজন্যে- বিসিসিআই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেটপ্রেমীদের অপেক্ষাই সার। রবিবার বৃষ্টি জনিত কারণে ডারবানে খেলা শুরু করাই গেল না। বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।

ভারতীয় সময় সন্ধ্যে ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি।

অন্তত পক্ষে ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজনের জন্য কাট অফ টাইমের আগেই আম্পায়ারার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। কেননা বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে খেলার উপযোগী করে তোলা সম্ভব ছিল না।

আপাতত মঙ্গলবার পোর্ট এলিজাবেথে ভারত-প্রোটিয়াদের দ্বিতীয় টি-২০ ম্যাচে সেয়ানে-সেয়ানে লড়াই দেখার জন্য অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই ক্রীড়া প্রেমীদের। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি রাত ৮.৩০ মিনিটে শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain, #IND Vs SA, #India vs South Africa, #1st T20I, #Durban

আরো দেখুন