শহরে বেআইনি পার্কিং রুখতে কী ব্যবস্থা KMC-র?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার পথঘাটে মাথা ব্যথার নাম বেআইনি পার্কিং। দিন যত এগোচ্ছে বাড়ছে যানবাহনের সংখ্যা। কলকাতা শহরের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেআইনি পার্কিং। এবার বেআইনি পার্কিংয়ের সমস্যার সমাধানে নতুন অ্যাপ চালু করছে কলকাতা পুরসভা।
একই সঙ্গে পরিবহণ দপ্তর, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা যুক্ত থাকতে নয়া এই প্রযুক্তিতে। শহরের কোথাও গাড়ি পার্কিংয়ের কথা অ্যাপে ধরা পড়লেই পরিবহণ দপ্তর তা জানতে পারবে। সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা ও পুলিশের কাছে সেই তথ্য পৌঁছে যাবে। গাড়ির নম্বর থেকে গাড়ির মালিকের মোবাইলে জরিমানার মেসেজ পাঠানো হবে।
সংশ্লিষ্ট গাড়ির মালিককে সাত দিনের মধ্যে বেআইনি পার্কিংয়ের জরিমানা জমা দিতে হবে। গাড়ির মালিক জরিমানার অর্থ নির্দিষ্ট সময়ে জমা না করলে, সংশ্লিষ্ট গাড়ির জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এক বছরের মধ্যে জরিমানার অর্থ জমা না পড়লে, বছরের শেষে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বাধার সৃষ্টি হবে। পুরসভা সূত্রে খবর, অ্যাপটি আগামী সোমবার থেকে পুরোদমে চালু হবে।