উপাচার্য নিয়োগ মামলায় পড়ুয়াদের টাকায় রাজ্যের বিরুদ্ধে মামলা বোসের?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গেই মামলা লড়ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এই বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র বের করতে বলার কথা বলা হয়েছে।
জানা যাচ্ছে, আচার্য তথা রাজ্যপালের পক্ষ থেকে এই মামলার খরচ চালানোর জন্য তার অধীনে থাকা ৩১টি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ফান্ড থেকে টাকা দেওয়ার কথা বলা হয়। সেইমত গত ৩০ নভেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে রাজভবনে ৯ লক্ষ ৯০ হাজার টাকা পাঠানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ,এই টাকা আদৌ একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো টাকা একসঙ্গে করে রাজভবনের পাঠানোর নির্দেশ ছিল।
প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়গুলিতে যখন পর্যাপ্ত অর্থের অভাব, তখন এই বিপুল টাকা, যা আদতে পড়ুয়াদের টাকা, রাজভবনে পাঠানোর যৌক্তিকতা কোথায়?