প্রকাশ্যে মাংস-ডিম বিক্রি করা যাবে না! মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে বিতর্ক
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে মোহন যাদবকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
শপথ গ্রহণের পর ধর্মীয় স্থান ও জনবহুল এলাকায় মাইক ব্যবহারে বিধিনিষেধ জারির কথা জানান নতুন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মাংস বিক্রিতেও রাশ টেনেছেন। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে এটাই ছিল মোহনের প্রথম নির্দেশ। সঙ্ঘ ঘনিষ্ঠ মোহন এভাবে শুরু থেকেই হিন্দুত্বের আবেগেই শান দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ্যে মাংস কাটা ও বিক্রি বন্ধ নিয়েও এদিন আলোচনা হয়েছে। এর জন্য বিধিনিয়মের কথাও ভাবা হয়েছে।
এদিন এই পদক্ষেপের কথা জানালেও এতদিন মধ্যপ্রদেশের মানুষজন খোলা আকাশের নীচের দোকান বা স্টল থেকেই ডিম, মাংস কিনতেন। সেই অভ্যাস রয়ে গিয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে জোর চর্চা শুরু হয়েছে সেখানের বাজারহাট, দোকানপাট, চায়ের দোকানে।