বিনোদন বিভাগে ফিরে যান

মাঝগঙ্গায় Missile Utshob, মুক্তি পেল আবীরের নতুন ছবির প্রথম গান

December 14, 2023 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলা সিনে জগতে মুক্তি পেয়েছে একের পর এক নানা ধরনের গোয়েন্দা ছবি। বলা ভালো সেই ছবি ঘিরে দর্শকের ভালোলাগাও প্রকাশ পেয়েছে। ব্যোমকেশ হোক বা ফেলুদা নানা গল্পে মাতোয়ারা দর্শক। এরই মাঝে গতে বাঁধা গোয়েন্দাগিরির বাইরে ধরা দিলেন ‘রোমান্টিক’ গোয়েন্দা আবির। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে বাঙালি পরিবারে নয়া অতিথি হয়ে আসছে ‘দীপক চট্টোপাধ্যায়’।

আজ সন্ধেয় মাঝগঙ্গায় ক্রুজে মুক্তি পেল হইচই স্টুডিওর ছবি শ্রীস্বপনকুমারের ‘বাদামি হায়নার খোঁজে’র প্রথম গান ‘মিশাইল উৎসব’। সূত্রের খবর, এই ছবিটি মুক্তি পাবে ১২ জানুয়ারি। পরিচালক দেবালয় ভট্টাচার্য, লেখকের ভূমিকায় পরান বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দার চরিত্রে আবীর চট্টোপাধ্যায়, নায়িকা শ্রুতি দাস। পরিচালনার পাশাপাশি ছবির গানও লিখেছেন দেবালয়। সুর দিয়েছেন অমিত চট্টোপাধ্যায়। প্রথম বার বড় পর্দার জন্য গান গেয়েছেন ঋষি পাণ্ডা।

‘মিশাইল উৎসব’ গানে ধরা পড়ল গঙ্গাবক্ষে শীতের বিকেলের চেনা ছবি। নরম রোদ গায়ে মেখে আবীর শুয়ে জলের ধারে। সেখানে ‘হলুদ নদীর ধারে’ ঢেউয়ে ধীরে ধীরে ভেসে আসছে স্বপনকুমারের বই। এভাবেই কখনও সাগরপাড়ে, কখনও বালুকাবেলায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে গোয়েন্দা রুপে প্রেমের উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন আবীর।

সংবাদ মাধ্যমকে পরিচালক দেবালয় জানিয়েছেন, আগে বাংলা সাহিত্যে অনেক মণি-মুক্তো ছড়ানো। স্বপনকুমারের বই তখন হটকেকের মতো বিক্রি হত। যাতে এই প্রজন্ম তাঁকে, তাঁর সৃষ্ট গোয়েন্দাকে নতুন করে জানতে পারে, তাই নতুন করে তাঁকে বেছে নিয়েছেন। আপ্লুত গায়ক ঋষির মতে, কোনও গোয়েন্দা ছবির গান গঙ্গাবক্ষে এভাবে মুক্তি পেতে পারে, ভাবতেই পারা যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Abir Chatterjee, #music launch, #Badami Hyenar Kobole, #Missile Utshob, #Bengali Actor

আরো দেখুন