← রাজ্য বিভাগে ফিরে যান
শীতের ব্যাটিং অব্যাহত, কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বদলের সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাঝে একদিন সামান্য বেড়ে ১৫ এর কোঠায় পৌঁছালেও গতকাল রাতে তাপমাত্রা নেমে এল ১৪.৭ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে আগামী আরও পাঁচদিন শীতের এই স্পেল চলবে।
দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে ভোরে কুয়াশা থাকার সম্ভাবনা আছে। মঙ্গলবার পর্যন্ত শীত থাকবে রাজ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে সমতলে আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।