দেশ বিভাগে ফিরে যান

এবার ডিপফেকের শিকার ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি

December 15, 2023 | < 1 min read

এবার ডিপফেকের শিকার ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রশ্মিকা, আলিয়া, ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা চোপড়ার ডিপফেক ভিডিও-ও শোরগোল শোরগোল ফলেদিয়েছিল। ডিপফেকের আতঙ্কে রয়েছেন অনেকেই। এই পরিস্থতিতে এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ডিপফেক ভিডিওয় দাবি করা হয়েছে, নারায়ণ মূর্তি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করেছেন। যদিও জনগণকে সতর্ক করে দিয়ে ইনফোসিস প্রতিষ্ঠাতা এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়েছেন, ক্লিপগুলি ডিপফেক। এতে বিশ্বাস না করতে।

এই ধরনের কোনও ভিডিওর ফাঁদেই যেন কেউ না পড়েন, সেজন্য সকলকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে নারায়ণ মূর্তি বলেছেন, “বিভিন্ন ওয়েবপেজে প্রচারিত বেশ কয়েকটি ভিডিওতে দাবি করা হয়েছে যে আমি বিভিন্ন ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করেছি। এগুলি জাল। ওই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি জনসাধারণকে সতর্ক করে দিচ্ছি যে তাঁরা যেন প্রতারণার শিকার না হন। অনুগ্রহ করে রিপোর্ট করুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#deepfake, #Narayan murti, #Infosys

আরো দেখুন