খেলা বিভাগে ফিরে যান

নর্থ ইস্টকে হারিয়ে ISL-এর তিন নম্বরে মোহনবাগান

December 15, 2023 | < 1 min read

নর্থ ইস্টকে হারিয়ে ISL-এর শীর্ষে মোহনবাগান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ISL-এ ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড।

আজ খেলার প্রথমার্ধের মধ্যে ৩ টে গোল হয়। ৪ মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেডর হয়ে প্রথম গোল করে এগিয়ে দেন কেপি সিং। ১৪ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে ডি টাংরি গোল করে ১-১ করে সমতা ফেরান। ২৮ মিনিটের মাথায় কামিনস মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করে ২-১ এ এগিয়ে দেন সবুজ মেরুন শিবিরকে।

ম্যাচের ৫৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন নর্থ ইস্ট ইউনাইটেডের টি সিং। ৭১ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে দেন এস বসু।

আজকের খেলায় নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ৪টি খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। মোহনবাগানের ৩টি খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। মোহনবাগানের কাছে বল পজেশন ছিল ৫৯ শতাংশ এবং নর্থ ইস্ট ইউনাইটেডের বল পজেশন ছিল ৪১ শতাংশ। অবশেষে ৩-১ গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে পরাজিত করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#North east United, #mohunbagan, #ISL

আরো দেখুন