দেশ বিভাগে ফিরে যান

স্বাস্থ্যকর খাবারে বাংলাদেশ-মালদ্বীপের চেয়েও পিছিয়ে ভারত, বলছে রাষ্ট্রসঙ্ঘ

December 16, 2023 | < 1 min read

দেশে সুষম আহার থেকে বঞ্চিত ৭৪.১ শতাংশ মানুষ। প্রতীকী চিত্র।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: অক্টোবর মাসে প্রকাশিত চলতি বছরের বিশ্ব ক্ষুধা সূচকেও ভারতের ভয়াবহ পরিস্থিতি সামনে এসেছিল। ১২৫টি দেশের তালিকায় একেবারে পিছনের সারিতে ১১১তম স্থানে ছিল ভারত। এবার রাষ্ট্রসঙ্ঘের এই নয়া রিপোর্টেও উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এল।

২০২১ সালের পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি এই রিপোর্টে দাবি, ৭৪.১ শতাংশ ভারতীয় নাগরিকেরই স্বাস্থ্যকর সুষম খাদ্য জোগাড়ের সাধ্য নেই। ভারতের পরিস্থিতি প্রতিবেশী বাংলাদেশ ও মালদ্বীপের চেয়েও খারাপ। রাষ্ট্রসঙ্ঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তৈরি এই রিপোর্টের নাম ‘রিজিওনাল ওভারভিউ অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’।

মঙ্গলবার প্রকাশিত রিপোর্টটির ছত্রে ছত্রে উঠে এসেছে ভারতের করুণ অবস্থা। বলা হয়েছে, পুষ্টির অভাব রয়েছে ১৬.৬ শতাংশ ভারতীয়ের। পাঁচ বছরের কম বয়সি ৩১.৭ শতাংশ শিশুই অপুষ্টির শিকার। উচ্চতার অনুপাতে ওজন কম ১৮.৭ শতাংশ শিশুর। এক্ষেত্রে গোটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ভারতের হাল সবচেয়ে খারাপ। এই রিপোর্ট দেখে অনেকেই মোদী সরকারের দিকে আঙ্গুল তুলে বলছেন, ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোসাই!

TwitterFacebookWhatsAppEmailShare

#Maldives, #Un report, #Healthy Diet, #India, #indian, #Bangladesh

আরো দেখুন