দেশ বিভাগে ফিরে যান

লোকসভার শীতকালীন বৈঠক থেকে সাসপেন্ড তিরিশের ওপর বিরোধী সাংসদ

December 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার লোকসভা শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য তিরিশের ওপর বিরোধী সদস্যকে হাউস থেকে বরখাস্ত করেছে।

বরখাস্ত হওয়া সাংসদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, টিআর বালু এবং দয়ানিধি মারান। আছেন তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় এবং অপরূপা পোদ্দারও।

এই সাংসদের বরখাস্তের প্রস্তাব সংসদে পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত বিক্ষোভের মধ্যে লোকসভা দিনের জন্য মুলতবি করা হয়েছিল।

দেখে নিন বরখাস্ত সাংসদদের তালিকা

  • কল্যাণ ব্যানার্জী – TMC
  • এ. রাজা – ডিএমকে
  • দয়ানিধি মারান – ডিএমকে
  • অপরূপা পোদ্দার – TMC
  • প্রসূন ব্যানার্জি – TMC
  • ই.টি. মোহাম্মদ বশীর – আইইউএমএল
  • গণেশন সেলভাম – ডিএমকে
  • সি.এন. আন্নাদুরাই – ডিএমকে
  • অধীর রঞ্জন চৌধুরী – INC
  • টি. সুমাথি – ডিএমকে
  • কানি কে. নাভাস – আইইউএমএল
  • কালানিধি বীরস্বামী – ডিএমকে
  • এন.কে. প্রেমচন্দ্রন – আরএসপি
  • সৌগত রায় – TMC
  • শতাব্দী রায় – TMC
  • অসিত কুমার মাল – TMC
  • কৌশলেন্দ্র কুমার – জেডিইউ
  • আন্তো অ্যান্টনি – INC
  • এস.এস. পালানিমানিকম – ডিএমকে
  • প্রতিমা মন্ডল – TMC
  • কাকলি ঘোষ – TMC
  • কে মুরলীধরন – INC
  • সুনীল মন্ডল – TMC
  • রামালিঙ্গম সেল্লাপেরুমাল – ডিএমকে
  • কোডিকুনেল সুরেশ – INC
  • অমর সিং – INC
  • রাজমোহন উন্নিথান – INC
  • সু. থিরুনাভুক্কারাসার – INC
  • টি আর বালু – ডিএমকে
  • গৌরব গগৈ – INC
  • বিজয়কুমার বসন্ত – INC
  • ডাঃ কে জয়কুমার – INC
  • আব্দুল খালেক – INC
TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #MPs, #Loksabha, #Winter Session, #suspended, #Opposition MPs

আরো দেখুন