খেলা বিভাগে ফিরে যান

বছরের শুরুতেই কলকাতা ডার্বি, কবে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

December 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নতুন বছরের শুরুতেই কলকাতা ডার্বি। ৯ জানুয়ারি সুপার কাপের বল গড়াচ্ছে ওড়িশাতে। আইএসএল ও আই লিগের ক্লাবগুলোকে একসঙ্গে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। প্রতিযোগিতার প্রথম দিনেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এবং আই লিগের এক নম্বর দল। গ্রুপ বি-তে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের দ্বিতীয় দল। গ্রুপ সি-তে রয়েছে, মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পাঞ্জাব এফসি এবং আই লিগের তৃতীয় দল। গ্রুপ ডি-তে রয়েছে এফ সি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং আই লিগের চতুর্থ দল।

এআইএফএফের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেছেন, “গত বার এপ্রিলে সুপার কাপ খেলতে গিয়ে ক্লাবগুলো সমস্যায় পড়েছিল। এ বার প্রথম একাদশে ছ’জন বিদেশি খেলতে পারবে। আশা করি ক্লাবগুলো এতে সমস্যায় পড়বে না। বিজয়ী দল মহাদেশীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Derby, #Mohun Bagan, #East Bengal, #Football

আরো দেখুন