খেলা বিভাগে ফিরে যান

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কোন বিষয়টি চিন্তায় রাখছে দ্রাবিড়কে?

December 19, 2023 | < 1 min read

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কোন বিষয়টি চিন্তায় রাখছে দ্রাবিড়কে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার জোহানেসবার্গে ভারতীয় পেসারদের দাপটে ১১৬ রানে গুটিয়ে গেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। মাত্র ১৬.৪ ওভারে সেই রান তুলে নেয় ভারতীয় ব্যাটাররা এবং একদিনের সিরিজের প্রথম ম্যাচটি জিতে নেন কে এল রাহুলরা। আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। স্বাবাভিকভাবেই অ্যাডভান্টেজ ভারত। চাপে দক্ষিণ আফ্রিকা।

অনেক সময় আত্মতুষ্টিও জাঁকিয়ে বসে বিজয়ী শিবিরে। সেটাই বড় চিন্তার কারণ কোচ রাহুল দ্রাবিড়ের। তার উপর পাওয়া যাবে না শ্রেয়স আয়ারকে। গত ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাটে। টেস্ট সিরিজের প্রস্তুতিতে তিনি ব্যস্ত থাকবেন। তাঁর জায়গায় রজত পাতিদারের খেলার সম্ভাবনা রয়েছে। অভিষেক ম্যাচেই জাত চিনিয়েছিলেন সাই সুদর্শন। মঙ্গলবার তাঁর উপর নজর থাকবে। ওপেনিং জুটিতে তাঁর সঙ্গী ঋতুরাজ গায়কোয়াড়। টি-২০ বিশ্বকাপের আগে তিনিও বড় রানের খোঁজে।

শ্রেয়সের জায়গায় তিন নম্বরে নামতে পারেন তিলক ভার্মা। সেক্ষেত্রে চার নম্বরে ব্যাট করার সম্ভাবনা রজত পাতিদারের। আসলে ক্যাপ্টেন লোকেশ রাহুল মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করতে মরিয়া। কারণ, তিনি বুঝে গিয়েছিলেন প্রথম চারে তাঁর জায়গা পাওয়া কঠিন। পরিকল্পনা বাস্তবায়িত করতে এই ম্যাচেও পাঁচে নামতে পারেন লোকেশ। ছয়ে খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে। ভারতীয় বোলিংয়ে কোনও পরিবর্তন হওয়ার সুযোগ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #South Africa

আরো দেখুন