দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রের ১৫৭টি টিম যা জানতে চায় জানিয়েছি – টাকা চেয়ে মোদীকে মমতা

December 20, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় চকে সাংবাদিকদের মুখোমুখি হন। গত ৫ অগাস্টের পর মোদীর সাথে মমতার এ নিয়ে দ্বিতীয় বৈঠক। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, প্রকাশ চিক বরাইক, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, নাদিমুল হক।

আজ মূলত ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনাসহ কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পের বকেয়া পাওনার আর্জি নিয়ে মোদীর সাথে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী।

দেখে নিন মোদীর সঙ্গে বৈঠকের পর কী বললেন মমতা বন্দোপাধ্যায়:

  • ১৫৫ জন কেন্দ্রীয় দল বাংলায় গেছে
  • আগেও পিএমকে আমরা মিট করেছি।
  • পিএম বলেছেন কোনও ক্ল্যারিফিকেশন দরকার হলে PM ও CM টিমের একটা মিটিং হবে।
  • গরীব লোকের টাকা বন্ধ করা ঠিক না, PM মন দিয়ে শুনেছেন।
  • আবাস যোজনার টাকা বন্ধ।
  • ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বাকি।
  • জয়েন্ট বৈঠকে কেন্দ্রের ২ জন অফিসার থাকবে। আমি কোনও কমেন্ট করব না।
  • সুদীপ বন্দোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন।
  • ১০০% ইভিএম কাউন্টিং দরকার।
  • দলের কর্মসূচি নিয়ে এখানে কোনও কথা নয়।
  • কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল দিয়েছি। আরও দরকার হলে দেব। বৈঠক হবে সেইজন্যই।
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Modi

আরো দেখুন