আজ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মমতা, সঙ্গে অভিষেকসহ ১০ তৃণমূল সাংসদ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, সকাল ১১ টার সংসদ ভবনে বৈঠক হওয়ার কথা। গত ৫ অগাস্টের পর মোদীর সাথে মমতার এ নিয়ে দ্বিতীয় বৈঠক। ঐ বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দশ জন সাংসদ -অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার, প্রকাশ চিক বরাইক, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, নাদিমুল হক। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া সাসপেন্ডেড সাংসদদের নিয়েই প্রধানমন্ত্রী মোদীরর মুখোমুখি হবেন মমতা।
মূলত ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনাসহ কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পের বকেয়া পাওনার আর্জি নিয়ে মোদীর সাথে বৈঠক হওয়ার কথা মমতার৷ জানা গিয়েছে, কেন্দ্রের কাছে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রাজ্য়ের। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য সহ দাবি-দাওয়া পেশ করবেন। মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনার অভিযোগে বারবার মোদী সরকারকে নিশানা করেছেন মমতা। বাংলার বকেয়ার দাবিতে বাসে করে দলীর কর্মীদের দিল্লি যাত্রা, রাজঘাটে তৃণমূল সাংসদ ও বিধায়কদের ধর্না, কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব ঘিরে ধুন্ধুমারকাণ্ড পর্যন্ত এগিয়েছিল। আর তারপরে ফের একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কেন্দ্রের উপর আরও চাপ বাড়াবেন মুখ্যমন্ত্রী বলে মত রাজনৈতিক মহলের।