প্রযুক্তি বিভাগে ফিরে যান

সাইবার প্রতারণার নয়া হাতিয়ার ‘স্মিশিং’, সাবধান হবেন কিভাবে?

December 21, 2023 | 2 min read

সাইবার প্রতারণার নয়া হাতিয়ার ‘স্মিশিং’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনসাধারণের তথ্য চুরি করার জন্য হ্যাকাররা নানান হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে থাকে। বর্তমানে তথ্য চুরি বা হ্যাকিংয়ের নতুন আর একটি নাম হল ‘স্মিশিং’। এসএমএস এবং ফিশিং এই দুটো পদ্ধতি ব্যবহার করে হ্যাকাররা এই নতুন হ্যাকিং পদ্ধতি শুরু করেছে। জনসাধারণের ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য – ইত্যাদি সংগ্রহ করাকে বলা হয় ‘স্মিশিং।

স্মিশিং স্ক্যামগুলির ক্ষেত্রে হ্যাকাররা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে থাকে যেমন – ব্যাঙ্ক, সরকারি সংস্থা বা কোনও সুপ্রতিষ্ঠিত সংস্থার নাম। এসএমএসের মাধ্যমে হ্যাকাররা এমন তথ্য প্রেরণ করে যাতে, মোবাইল ব্যবহারকারী সেই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নিতে বাধ্য হয়। হ্যাকাররা অ্যাকাউন্ট আপডেটের নামে খুব সহজেই জনসাধারণের ক্রেডিট কার্ড নম্বর ও ব্যাঙ্কের তথ্য জেনে নেয়।

এই সাইবার প্রতারণার ধাক্কায় ঘুম উড়েছে আমজনতা থেকে প্রশাসনের। বিভিন্ন সরকারি-বেসরকারি, নামজাদা সংস্থা, ব্র্যান্ডের নাম করে টেক্সট মেসেজ পাঠিয়ে জালিয়াতির ফাঁদ পাতছে প্রতারকরা। তাতে পা দিলেই ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। এবার এই নিয়ে সতর্কতা জারি করল ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন।

এই প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?
• সন্দেহজনক কোনও মেসেজ, সোশ্যাল মিডিয়া চ্যাট বা পোস্টে ক্লিক করবেন না।
• কোনও ইউআরএল পেলে তা আগে অনলাইনে যাচাই করে নিন।
• কোনও লিঙ্কে ক্লিক করার আগে ভালো করে দেখে নিন। কারণ, সাইবার প্রতারকরা পরিচিত কোনও সংস্থা, ব্যক্তি বা ব্র্যান্ডের মতো দেখতে নাম ব্যবহার করে। সেক্ষেত্রে কোনও শব্দ বা চিহ্নে অদলবদল করে তারা। ফলে ভালোভাবে না দেখলেই প্রতারকদের খপ্পরে প‌ড়ার সম্ভাবনা থাকছে।
• ব্যাঙ্ক বা কোনও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক মেসেজ এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
• সিস্টেমে অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়ার টুলস ব্যবহার করুন।
• ব্যক্তিগত অনলাইন লেনদেনের জন্য পৃথক ইমেল ব্যবহার করা দরকার।
• ইমেল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে তা একাধিকবার যাচাইয়ের (মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন) বিকল্প চালু রাখতে হবে।
• সবসময় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার আপডেট রাখা দরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyber threat, #Cyber security, #Smishing, #Cyber Fraud

আরো দেখুন