দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গড়চুমুক চিড়িয়াখানায় কী কী দেখার সুযোগ মিলবে?

December 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে গড়চুমুক মিনি চিড়িয়াখানার ভার্চুয়াল উদ্বোধন করেন। বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে সাধারণ মানুষ মিনি জু ঘুরে দেখতে পারবেন। এদিন দেবল রায় বলেন, আমরা গড়মচুমুক মিনি জুকে মিডিয়াম জুতে উন্নতি করার বিশদ পরিকল্পনা করেছি। সেন্ট্রাল জু অথরিটির অনুমোদন পেলেই এই জুকে মিডিয়াম জুয়ে উন্নীত করা হবে।

৯.১ হেক্টর জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মিনি জু। এই চিড়িয়াখানার অন্যতম বৈশিষ্ট্য হল, এখানে আমাদের রাজ্য প্রাণী বাঘরোলের প্রজনন ক্ষেত্র তৈরী করা হচ্ছে।

ইতিমধ্যে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গড়চুমুক মিনি জুকে। পশু, পাখিদের এনক্লোজার তৈরীর পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করতে বোর্ড লাগানো হয়েছে। হরিণ, কুমীর, পাইথন, ইগুয়ানা সহ বিভিন্ন পশুপাখি আনা হয়েছে। অন্যদিকে মিনি জু খুলে যাওয়ায় খুশী পর্যটকেরা। তাদের মতে আগে এখানে পিকনিক এলে নদীর শোভা ছাড়া আর কিছুই দেখার ছিল না। এবার থেকে উপরি পাওনা হিসাবে মিনি জুয়ের পশুপাখি দেখতে পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zoo, #Garchumuk zoo

আরো দেখুন