শীতের ছুটিতে ঘুরে আসুন তাবাকোশি থেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতের ছুটিতে মন বলছে পাহাড় যাই? তাহলে ঘুরে আসুন তাবাকোশি থেকে। মিরিকের কাছেই রয়েছে নিরিবিলি গ্রাম তাবাকোশি। প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গ রাজ্য। রংভাং নদীর ধারে কমলালেবু গাছ আর চা বাগানে ঘেরা সুন্দর শান্ত একটি পাহাড়ি গ্রাম। তাবাকোশির আশেপাশে রয়েছে অনেক কমলালেবুর বাগান, এলাচের বাগান। এছাড়াও এখানে আপনি আদার বাগান দেখতে পাবেন।
এখানে এলাচ বাগানে রাত কাটাবার জন্য টেন্টের সুবন্দোবস্ত আছে। চাইলে এখানে একটা রাত কাটাতেই পারেন। এখানকার চা-বাগানগুলিতে প্রচুর পাখির আনাগোনা আছে। এখানে মাঝে মধ্যে কাছের জঙ্গল থেকে আসা হরিনের দেখাও মেলে। ইচ্ছে হলেই এখান থেকে ঘুরে আসতে পারেন মিরিকে।
কিভাবে যাবেন
এনজেপি থেকে মিরিক লেক যাওয়ার রাস্তা ধরুন। লেক পেরিয়ে গোপালধারা চা বাগানের দিকে ২ কিমি গেলেই রংভাং মোড়। এখান থেকে পাঁচ কিলোমিটারের নীচে নামলেই পৌঁছে যাবেন তাবাকোশি।
কোথায় থাকবেন
তাবাকোশিতে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। গ্রামের শুরুতে চা বাগানের গায়ে বেশ সাজানো গোছানো এই হোমস্টে গুলো। চাইলে আগে থেকে ফোন করে বুকিং করতেও পারবেন।