← পেটপুজো বিভাগে ফিরে যান
বড়দিনের আমেজে বাড়িতেই বানান রোজ কুকি, জানুন রেসিপি
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাড়িতে বসেই উপভোগ করুন বড়দিনের আমেজ, কেক, পেস্ট্রির সঙ্গে থাকুক রোজ কুকি। বানিয়ে ফেলুন বড়দিনের সবচেয়ে জনপ্রিয় খাবার রোজ কুকি।
দেখে নিন রেসিপি:
উপকরণ
- মাখন- ১কাপ /২৩০ গ্রাম
- পিষে নেওয়া চিনি- ৩/৪ কাপ
- রোজ এসেন্স- ১ চা চামচ
- বাদাম(আমন্ড) পাউডার- ২ চা চামচ
- বড় ডিম- ১ টা
- আটা / ময়দা- ২ + ১/৪ কাপ(২৪২ গ্রাম)
- দুধ- ১ বা ২ টেবিল চামচ (১৫ /৩০ গ্রাম )
- কমলালেবুর শুকনো খোসা বাটা- ১ টেবিল চামচ
প্রণালী
- একটা বড় বাটিতে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ।
- এতে ডিম এবং দুধ দিয়ে, চামচ এর সাহায্যে একসাথে করতে হবে।
- হালকা হাতে মেখে নিয়ে,এয়ার টাইট পাত্রে ১ ঘন্টা ফ্রিজে রাখতে হবে ।
- এরপর কুকিস এর মন্ড টা ফ্রিজ থেকে বের করে গোলাপ ফুল এর আকৃতিতে গড়ে নিতে হবে। এবার একটি বেকিং ট্রেতে অল্প মাখনের সাহায্যে গ্রিজ করে, কুকিস গুলো সাজিয়ে নিতে হবে।
- মাইক্রো ওভেন কে ৩৫০ °ফ /১৭৭°সি এ প্রীহিট করতে হবে ১০ মিনিট।
- এই একই টেম্পারেচার এ কুকিস গুলো বেকিং ট্রে তে রেখে,বেক করতে হবে। ১৫ থেকে ২০ মিনিট।
- এবার ঠাণ্ডা হলে পরিবেশন করুন।