← রাজ্য বিভাগে ফিরে যান
সামনে বড়দিন, জেনে নিন কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার দেওয়ালে ধাক্কা খেয়ে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া যার জেরে গোটা দক্ষিণবঙ্গে শীতরে আমেজ ফিকে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাতের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ায় আরও ফিকে হবে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে।