← রাজ্য বিভাগে ফিরে যান
বড়দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকতে পারে।
দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন । বেলার দিকে দৃশ্যমানতা বাড়বে। বঙ্গোপসাগরে একটি নয়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এই জন্য রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে তাপমাত্রার পারদ বাড়ছে। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের সব জেলাতেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিঙে তুষারপাতের রয়েছে সম্ভাবনা। বহু পর্যটক পাহাড়মুখী হয়েছেন। উত্তরবঙ্গে তাপমাত্রার আমূল বদলের কোনও সম্ভাবনা নেই।