← কলকাতা বিভাগে ফিরে যান
প্রয়াত Kewpie’s-র কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন খ্যাতনামা বাঙালি রেস্তোরাঁ Kewpie’s-এর কর্ণধার রাখি পূর্ণিমা দাশগুপ্ত। ২৪ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। জানা গিয়েছে, শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ফের দু’বার হার্ট অ্যাটাক হয় তাঁর।
প্রতীক কুমার দাশুগুপ্ত, তাঁর দুই মেয়ে রাখি ও পিয়া সঙ্গে গিয়ে ১৯৯৮ সালে কিউপি’স খোলেন। ধীরে ধীরে তা শহরের খাঁটি বাঙালি খানার পীঠস্থান হয়ে ওঠে।