← বিবিধ বিভাগে ফিরে যান
২০২৩শেও শীর্ষে বিরিয়ানি! কী বলছে Zomato?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-র শেষ লগ্নে এসে খাবার অর্ডার নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে Zomato। তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে অর্ডার করা হয়েছে বিরিয়ানি। সংখ্যাটা ১০.০৯ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা, সংখ্যাটা ৭.৪৫ কোটি। তৃতীয় স্থানে রয়েছে নুডলস, ৪.৫৫ কোটি নুডলস অর্ডার হয়েছে এ বছর।
Zomato বলছে, এ বছর যে পরিমাণ বিরিয়ানি অর্ডার হয়েছে তাতে আটটা কুতুব মিনার তৈরি হতে পারে। গোটা বছরের পিৎজা অর্ডার দিয়ে পাঁচটা ইডেন গার্ডেন্সকে ঢেকে ফেলা যায়।
Zomato-র সবচেয়ে বড় অঙ্কের অর্ডার এসেছিল বেঙ্গালুরু থেকে, টাকার পরিমাণ ছিল ৪৬,২৭৩ টাকা। মুম্বইয়ের এক ব্যক্তি দিনে প্রায় ৯টি করে অর্ডার করেছেন। গোটা বছরে তিনি মোট ৩,৫৮০ টি অর্ডার করেছেন।