ISL: হারের হ্যাট্রিকের পর পাঁচে নামল মোহনবাগান, শীর্ষে কেরল
December 27, 2023 | < 1min read
হারের হ্যাট্রিকের পর পাঁচে নামল মোহনবাগান, শীর্ষে কেরল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বই এবং গোয়ার পর বুধবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধেও হেরে গেল জুয়ান ফেরান্দোর মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএল-এর ইতিহাসে এই প্রথম পরপর তিন ম্যাচ হারল সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন ম্যাচের শুরু থেকেই কেরল আক্রমণাত্বক ফুটবল খেলছিল । প্রথমার্ধের ৯ মিন্টের মাথায় গোল করে যান ডিমান্টাকোস। গোটা প্রথমার্ধে কেরলের গোলে একটাও শট করতে পারেনি মোহনবাগান।