দেশ বিভাগে ফিরে যান

সত্যি হল আশঙ্কা! AI-র জেরে প্রতি ২.৫ মিনিটে চাকরি খোয়াচ্ছেন একজন IT কর্মী

December 27, 2023 | 2 min read

AI-র জেরে প্রতি ২.৫ মিনিটে চাকরি খোয়াচ্ছেন একজন IT কর্মী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আশঙ্কা এবার সত্যি হচ্ছে, তথ্যপ্রযুক্তি শিল্পে দাপট দেখাতে আরম্ভ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরি হারাচ্ছেন আইটি কর্মীরা। গত দু’বছরে গোটা বিশ্বে দিনপ্রতি ৫৮২ জন কর্মী চাকরি হারিয়েছেন। প্রতি ঘণ্টায় ২৪ জনেরও বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন। প্রতি আড়াই মিনিটে একজন করে আইটি কর্মী চাকরি হারাচ্ছেন। এহেন পরিসংখ্যান প্রকাশ করেছে ‘লেঅফ(ডট)এফওয়াইআই’।

লেঅফ(ডট)এফওয়াইআই-র অনুযায়ী, বড় সংস্থা ও স্টার্ট-আপ মিলিয়ে গত দু’বছরে (২০২৩-র ২৬ ডিসেম্বর পর্যন্ত) বিশ্বজুড়ে ৪ লক্ষ ২৫ হাজার তথ্যপ্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। কেবল ভারতেই ৩৬ হাজারেরও বেশি মানুষ চাকরি খুইয়েছেন। ২০২২ সালে ১ হাজার ৬১টি সংস্থা ১ লক্ষ ৬৪ হাজার ৭৬৯ জন কর্মীকে ছাঁটাই করেছিল। চলতি বছর ১ হাজার ১৭৮টি সংস্থা ২ লক্ষ ৬০ হাজার ৭৭১ জন কর্মচারীকে ছাঁটাই করেছে।

রিপোর্টে বলা হয়েছে, রিটেল-টেক, কনজিউমার-টেক বা উপভোক্তা বিষয়ক প্রযুক্তি সংস্থা ও ফিন-টেক বা আর্থিক সংস্থাগুলি থেকে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী চাকরি হারিয়েছেন। খরচ লাঘব করতে পেটিএম হাজার খানেক কর্মচারীকে ছাঁটাই করেছে। শেয়ারচ্যাট, তাদের ২০০ কর্মচারীকে (যা তাদের মোট লোকবলের প্রায় ১৫ শতাংশ) অন্যত্র কাজ খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছে। অনলাইন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লোকো’ও একই পথ নিয়েছে। তারা মোট ১১০ জন কর্মীর মধ্যে ৪০ জন অর্থাৎ মোট লোকবলের ৩৬ শতাংশকে কাজে না আসার নির্দেশ দিয়েছে। দেশীয় অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা ‘ডানজো’ গত সেপ্টেম্বরে ১৫০ থেকে ২০০ জন কর্মী ছাঁটাই করেছে। শিক্ষা সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম ‘আড্ডা ২৪৭’ তাদের ২৫০ থেকে ৩০০ কর্মচারীকে ছাঁটাই করেছে। বাইজু’স ব্যবসা পরিকাঠামো পুনর্গঠনের অজুহাতে চলতি বছরে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এই নিয়ে গত দু’বছরের ১০ হাজার ছাপিয়ে গিয়েছে ছাঁটাই। সাফ কথায়, দিন যত এগোচ্ছে AI আতঙ্ক হয়ে উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#unemployment, #jobs, #AI, #unemployed, #it employee

আরো দেখুন